
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
ওই নোটিশের পরিপ্রেক্ষিতে বিগত ১৪ অক্টোবর মুনতাসির মাহমুদ লিখিত জবাব দিয়েছেন।
ওই জবাব পর্যালোচনা করে তার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় তাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ এনে চলতি বছরের ১২ অক্টোবর দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় মুনতাসিরকে। কেন তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। পরে অভিযোগের বিষয়ে ব্যাখা দেন মুনতাসির। কিন্তু তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবার দল থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।
আবা/এসআর/২৫