ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বুধবার বিভাগীয় শহরে এবং বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ

বুধবার বিভাগীয় শহরে এবং বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামী দুই দিন দেশে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামীকাল বুধবার বিভাগীয় শহরগুলোতে এবং বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

তার ভাষ্য অনুযায়ী, ধীরগতিতে বিচার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ পুনরায় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গঠন। তবে সরকার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সময়ক্ষেপণ করছে।

কেন্দ্রীয় সভাপতি দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং গণহত্যাকারী আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিচারের দাবি জানান।

ঢাকায় শিবিরের বিক্ষোভ,বৃহস্পতিবার,বুধবার বিভাগীয় শহরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত