ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খতমে নবুওয়ত মহাসম্মেলনে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা

খতমে নবুওয়ত মহাসম্মেলনে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। এতে আলেম-ওলামাদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সম্মেলন শুরু হলেও বেলা ১১টার দিকে মঞ্চে উপস্থিত হন রাজনৈতিক দলের নেতারা।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা।

আয়োজকরা জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা অংশ নিয়েছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

রাজনৈতিক দল,খতমে নবুওয়ত মহাসম্মেলন,কাদিয়ানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত