অনলাইন সংস্করণ
১২:৩২, ১৬ নভেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামী প্রধান সম্প্রতি দলের কর্মীদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের উচিত কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করা।
রবিবার (১৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ বার্তা দিয়েছেন তিনি।
জামায়াতের আমির আরও উল্লেখ করেছেন, যদি কেউ আলেম-ওলামাদের নিয়ে অবমাননাকর বা অশোভন মন্তব্য করেন, তা বোঝাবে যে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। তিনি দলের সকল কর্মীকে সতর্ক করে দিয়েছেন যে দলের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ করার ক্ষেত্রে এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
এবারের বার্তায় জামায়াত আমির মূলত দলের নীতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন এবং দলের সদস্যদের সতর্ক করে দিয়েছেন যে দলের ভাবমূর্তি ও ইসলামী আদর্শ রক্ষা করা প্রত্যেক কর্মীর দায়িত্ব।