অনলাইন সংস্করণ
১৪:৩৬, ১৬ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে।
রোববার রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি একই সঙ্গে দাবি আদায়ে আট দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
গোলাম পরওয়ার বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন শীর্ষ নেতারা। পর্যালোচনায় দেখা গেছে, ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে।
তিনি উল্লেখ করেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল। তারপরও প্রধান উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা উল্লেখ করেছেন, যার ফলে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, এই সংশয় সরকারকেই দূর করতে হবে।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা বলা হয়েছিল, তা সম্পন্ন হওয়ায় এটিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে। কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদেরকে প্রত্যাখান করবে।