ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধানমন্ডি ৩২-এ এস্কেভেটর নিয়ে প্রবেশের চেষ্টা, পুলিশের বাধা

ধানমন্ডি ৩২-এ এস্কেভেটর নিয়ে প্রবেশের চেষ্টা, পুলিশের বাধা

ধানমন্ডি ৩২ এ সেনাবাহিনীর অবস্থানের আশপাশে সোমবার একটি ছাত্র-জনতার দল দুটি এস্কেভেটর নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করার অনুমতি দেওয়া যায় না।

এস্কেভেটর নিয়ে ধানমন্ডির দিকে যাওয়ার সময় পুলিশ উপস্থিত শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে রয়েছেন।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দেওয়া নাহিদ হাসান বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।’

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি-৩২ অভিমুখে মিছিল শুরু করে। মিছিলে তারা শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবির পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ধানমন্ডি-৩২ এর বাড়ি আওয়ামী লীগ নিজেদের ‘কেবলা’ মনে করে।

তারা বলেছেন, ‘আমরা এটি আজ সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাই। যাতে আওয়ামী এই কেবলাকে নিয়ে আগামীতে যে ষড়যন্ত্র করছে, তা সফল করতে না পারে। এই স্থানে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে।’

পুলিশের বাধা,এস্কেভেটর নিয়ে প্রবেশ,ধানমন্ডি ৩২
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত