ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এনসিপির মনোনয়নপত্র নিলেন সেই ভাইরাল রিকশাচালক

এনসিপির মনোনয়নপত্র নিলেন সেই ভাইরাল রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিকশাচালক সুজন এবার রাজনীতির মাঠে নামছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়তে মনোনয়নপত্র নিলেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুজন।

তিনি বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।

সুজন বলেন, রাজনীতি এতদিন যেমন কিছু পরিবারের কাছে আবদ্ধ ছিলো। মানুষ মনে করত রাজনীতি তাদের হাতের নাগালে বাইরের একটা জিনিস। সেই চিত্রটা আমরা ভেঙ্গে দেব।

সুজন আরও বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

আবা/এসআর/২৫

এনসিপি,মনোনয়নপত্র,রিকশাচালক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত