ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে থাকবে: সাদিক কায়েম

জামায়াত ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে থাকবে: সাদিক কায়েম

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের যুবকরা বেকার থাকবে না, দেশের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

শনিবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, সীমান্তে গত ১৭ বছরে দিল্লির দালালরা শত শত নিরপরাধ মানুষকে গুলি করে মেরেছে। তাদের এসব কর্মকাণ্ড আর মেনে নেয়া হবে না। এসব কর্মকাণ্ডের বিচার করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের যুবকরা বেকার থাকবে না। দেশের উন্নয়ন হবে। মানুষ শান্তিতে থাকবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, ভয় দেখিয়ে ভোট নিতে চায়, দেশে তাদের ঠাঁই হবে না।

ডাকসুর ভিপি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দুর্নীতিবাজ নেই, ধর্ষক নেই। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাই সকলকে বৈষম্যহীন ও ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

সাদিক কায়েম বলেন, অতীতে এ পার্টি, বি পার্টি সব পার্টিকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বেকরাত্ব দূরীকরণে যুব সমাজের জন্য প্রয়োজনীয় প্রকল্প চালু হবে।

তাই ছাত্র-যুব সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে জুলাইয়ের চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

জামায়াত,ক্ষমতা,সাদিক কায়েম,ভিপি,ছাত্রশিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত