অনলাইন সংস্করণ
২১:৫৬, ২৩ নভেম্বর, ২০২৫
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এনসিপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক পরিবেশ, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।