অনলাইন সংস্করণ
১৪:৫৪, ২৮ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ফুলের তোড়া পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এই ফুলের তোড়া পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন।
এই তথ্য বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন।
বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাত আটটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। তার মাল্টি রোগের জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় এবং ঝুঁকি রয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ভালো ও খারাপ দুই ধরনের রিপোর্ট এসেছে।