অনলাইন সংস্করণ
১৭:১০, ২৮ নভেম্বর, ২০২৫
আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে তারা এই দাবি জানায়।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতা ফজলুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম এবং মজিবুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময় আল্লাহ, রাসুল ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না। তাদের ভাষ্য, যারা কটূক্তির প্রতিবাদে রাস্তায় নেমে আসে, বরং তাদেরই সমালোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম-মেজরিটি দেশ এবং এখানে ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি বরদাশত করা হবে না।
বক্তারা বলেন, এ দেশের মানুষের দিন শুরু হয় আজানের ধ্বনিতে, তাই ধর্মীয় মূল্যবোধ নিয়ে কেউ অবমাননাকর বক্তব্য দিলে তা মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, একজন স্বল্পশিক্ষিত ব্যক্তি কোরআনের তাফসির ব্যাখ্যা করার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
তাদের দাবি, বাউল আবুল সরকারের বক্তব্য মুসলিমদের অনুভূতিকে আঘাত করেছে এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ইতোমধ্যে আলোচনা ও সমালোচনা চলছে। সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।