
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ হওয়ায় তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এদিন ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রায় ৫ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।