ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা: রিজভী

খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার মীর বাড়িতে অনুষ্ঠিত জুলাই আগস্টে চট্টগ্রামে আহত ও শহীদ পরিবারদেরকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হাসিনা সরকারের শত বাধা ও ভয়ভীতি সবকিছু উপেক্ষা করেও দেশ ত্যাগ করেননি বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে ক্ষমতা ভোগ করেছেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, হাসিনা তো কোনো জমিদারের মেয়ে না, তার যে ৮৩২ ভরি স্বর্ণালংকার থাকে। জমিদার হলেও তো তার এতো ভরি স্বর্ণলাংকার থাকার কথা না। তার বাড়ি গোপালগঞ্জ এবং সে কেমন তা সবাই জানে। দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট করে স্বর্ণালংকার এবং পূর্বাচলে প্লট নিয়েছেন।

তিনি আরও বলেন, ওই সময়ে ‘স্বর্ণ কিনে মজুদ করা’ ও ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি।

রুহুল কবির রিজভী,খালেদা জিয়া,শেখ হাসিনা,পথের কাঁটা,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত