ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারীর জন্য নিরাপদ ক্যাম্পাসের দায়িত্ব শিবিরের: জামায়াত আমির

নারীর জন্য নিরাপদ ক্যাম্পাসের দায়িত্ব শিবিরের: জামায়াত আমির

শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত এবং নারীর জন্য নিরাপদ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী শক্তি হিসেবে ইসলামী ছাত্রশি‌বিরকে এ ক্ষেত্রে প্রধানত দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লে‌ন বলেন আমির।

সম্মেলনে সারাদেশের সদস্যদের ভো‌টে ২০২৬ সা‌লের জন্য শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনা‌রেল নির্বাচিত জেনারেল সিবগাতুল্লাহ। সাদ্দাম আগের হয়েছেন কমিটির সেক্রেটারি ছিলেন। জেনারেল ছিলেন কমিটির দপ্তর সম্পাদক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন।

সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন ক‌রেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে করেন কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান। এসময় উপস্থিত ছি‌লেন জুলাই ছিলেন পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধারা। আওয়ামী লীগ আম‌লে গুম হওয়া শিবিরের পরিবারের সদস্যরাও ছিলেন। সেখানে ছি‌লেন নিহত শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক।

ডা. শফিকুর রহমান ব‌লেন, আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরিফ উসমান হাদি—অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও মেয়েদের নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। আর যা‌তে বিশৃঙ্খলা না হয়—এই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব এখন ছাত্রশিবিরের ওপর।

তিনি বলেন, শি‌বির এখন আর শুধু একটি সাধারণ ছাত্রসংগঠন নয়; ২০২৪-পরবর্তী বাস্তবতায় এটি কার্যত বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বি‌ভিন্ন দল এবং ছাত্র সংগঠ‌নের নেতারা।

আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা জামায়াতের মালিক জালালুদ্দিন এবং ইন্দোনেশিয়ার সংগঠন কামির পররাষ্ট্রবিষয়ক প্রধান রিদওয়ান আল-মুগোমিয়েরুভ, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, যুক্তরাজ্যের মুসলিম যুব নেটওয়ার্কের সভাপতি রিদওয়ান রাশিদ প্রমুখ। ত‌বে বিএন‌পি বা ছাত্রদ‌লের কেউ এতে ছি‌লেন না।

জামায়াত আমির,নিরাপদ ক্যাম্পাস,শিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত