ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১০ দলীয় জোট বিপুল ভোটে সরকার গঠন করবে: নাহিদ

১০ দলীয় জোট বিপুল ভোটে সরকার গঠন করবে: নাহিদ

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, তাদের নির্বাচনী যাত্রার দুটি মূল বক্তব্য রয়েছে। প্রথমত, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটে যেন জনগণ ‘হ্যাঁ’ ভোট দেন এবং এর মাধ্যমে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখেন।

দ্বিতীয়ত, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এই নির্বাচনের প্রধান এজেন্ডা বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির আহ্বায়ক বলেন, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছেন এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন ১০ দলীয় জোটকে বিজয়ী করার জন্য।

১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে— এমন প্রত্যাশার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে ১০ দলীয় জোটের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।

নাহিদ,বিপুল ভোটে সরকার গঠন,১০ দলীয় জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত