
বুড়িগঙ্গা নদীর তলদেশে অবস্থিত ঢাকামুখী গ্যাস লাইনের লিকেজ মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটি-এর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে অবস্থিত ঢাকামুখী ১২ ইঞ্চি × ৫০ পিএসআইজি গ্যাস লাইনের লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প সফলভাবে স্থাপন করা হয়েছে।
বর্তমানে ওই লাইন থেকে ঢাকার গ্যাস নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জানায়, বাহ্যিকভাবে এখন কোনো গ্যাস লিকেজের লক্ষণ পাওয়া যাচ্ছে না।