রোদের রকম ভেঙে বিভাজিত হলে
অসীম চমকে জাগে উৎসুক বোধ;
ক্রোমোজম-রশ্মি গান সম্মোহক ছলে
অনিঃশেষ প্রতিবেশ বিস্মিত বিরোধ!
মেঘের শাদায় জমা পৃথিবীর পাপ
ছায়া-বায়ু ছুঁয়ে আসে প্রাচীন কলায়,
অবশেষ হার মানে সময় সীমায়...
বৃষ্টি-জল জন্ম নেয় বুকে ধরে চাপ।
রোদ-মেঘ সম্প্রীতির অতি রসায়নে
সমুদ্র ও ভুমি গর্ভে বিম্বিত প্রসব...
অভিযোগ অভিমানে প্রাণী, বনায়ন
সবুজে বিমুগ্ধ রং বিকশিত সব!
স্বার্থের-অর্থের বিশ্বে বাড়াবাড়ি জ্ঞাতি...
গোপনে গোঙাও মন, না জানুক জাতি।