ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সৈয়দ আনোয়ার রেজা

তবে এসো
সৈয়দ আনোয়ার রেজা

গন্তব্যের দূরত্ব অনেক, সারথি হবে?

প্রতিটি কদম হবে কঠিন

তপস্যা করতে পারলে এসো

মধুর স্বপ্ন বুনতে, বাকিটা রঙিন।

নিজেকে জ্বালিয়ে আলো ছড়াতে পারলে,

আলোকিত হবে সুদীর্ঘ পথ,

দুরূহ ব্যথা সহ্য করে যদি

সুখ ভাগাভাগি করতে পারো?

তবে এসো।

ছোট ছোট সুখের মধ্যে খুঁজি জীবন

কিছু স্বপ্ন, কিছু আশা কিছু অভিমান,

নিষ্পাপ চোখে তাকিয়ে দেখো!

অন্তরচক্ষুর কথা বলছি হে হৃদয়স্পর্শী,

অধমের আহ্বানে তবেই এসো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত