কষ্টগুলো কেউ নেবে?
এক ঝুড়ি কষ্ট বিক্রি করে দেব।
বিনিময় দিলেও নেব না এক পয়সাও
কষ্টের বাজারে পসরা সাজিয়ে বিক্রেতারা
যেভাবে খদ্দের খোঁজে আমিও তেমনি এক বিক্রেতা।
আগে কষ্টগুলো আমার শিরা ধমনীতে
স্থির ছিল নীরব অভ্যন্তরে-
আজ ওরা বড় বেশি বেপরোয়া
এখন আমি ক্ষত-বিক্ষত, নতজানু
হৃদয় উগড়ে বের করতে চাই আমার সব কষ্ট
কেউ নেবে কষ্টগুলো!
বাজারে আজ আমার কষ্টেরা উৎকৃষ্ট কষ্ট
পণ্য হিসেবে আমার কষ্ট সেরা কষ্ট
কোথাও কোনো খুঁত নেই
হৃদয় থেকে কেবল ছিঁড়ে সাজিয়েছি-
একেবারেই আনকোরা, সতেজ কষ্ট
এখনও লাগানো হয়নি মেয়াদোত্তীর্ণের তারিখ।
হলফ করে বলতে পারি, এমন কষ্ট দেখেনি কেউ আগে
কষ্টের শরীরে শুধু নিল নিল বিষ, আঁচড় কাটেনি কেউ
হৃদয়ভাঙা এমন কষ্ট মাথা ঠুকলেও ধরা দেবে না
যাকে তাকে কষ্টগুলো নেবে কেউ?
কষ্টগুলো বিনে পয়সায় বিক্রি করে দেব
নেবে কেউ আমার কষ্টগুলো...?