ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হানিফ রুবেল

ঘোর
হানিফ রুবেল

ঘোরে বৃথাই সাজাই অন্তরাল-

অচেনা গান কণ্ঠে তুলে-সুর সাধি শূন্য হাওয়ায়।

খেয়ালী সময়ের কাছে আরাধ্য যাত্রীকে চেয়ে-

মরীচিকায় জোনাকি হয়ে নিরিবিলি জ্বলি ইন্দ্রজালে।

শুধু তোমাকেই চেয়ে সত্তার নানা স্তরে জমাই মধু-

কাতর চোখেতে কোমল আলো ফেলে

স্বপ্নের গাঢ় রঙে রাঙিয়ে যখন তোমাকে ভাবি,

তখন টের পাই আমার বুকেও আছে কস্তুরী,

চিত্রা হরিণের মৃগনাভী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত