বিজয় দিবস
তুমি এসেছ ক্যালেন্ডারের পাতায়
তুমি এসেছ স্বপ্নঘুড়ি হয়ে
মাখামাখি সুতোয় নাটাই
উড়ো কোন আকাশে দূরে?
বিজয় দিবস
তুমি এসেছ ইতিহাসের বাঁকে
তুমি এসেছ রক্তগঙ্গা বেয়ে
আমজনতার জয় বাংলার হাঁকে
মুক্তির মোকাম আজও কেন দূরে?
বিজয় দিবস, বিজয় দিবস
আজও কেন হায়
হায়েনা শ্বাপদে তোমায়
ছিঁড়ে কুরে খায়?
ছিঁড়ে কুরে খায়!