যে জখমের পা নেই, হাত নেই, তাকে
দেখাও যায় না। মূলত জখমেরও শরীর
থাকা চাই- বিশেষ করে হাত আর পা
হাত পা থাকলে সারা শরীর ঘুরে ঘুরে
আস্ত তুলে আনত দুঃখবীজ- শরীরের
শাখে শাখে, মননে, মস্তিস্কে
পাঁজরের কোণে যার আবাস
ক্রিটিক্যাল নিমগাছ- অপ্রয়োজনীয় জিজ্ঞাসা
মিশে কীসের যে এত কথা, এত বিবিধ!
শরীরজুড়ে বিছানো জখমগুচ্ছ আর বেদনার মীন
হে বেদনার মীন- জখম মাছ
শুধু রাত করে, শরীর মন যখন
শান্ত থাকে। রগে রগে, পেশিগুল্মে
একবার করে ঘুরে যেও; প্রতিরাতে একবার
দেখবে কিছু সমুদ্র এসে মিশে গেছে
বাঁ চোখের গর্তে- অতঃপর রই কাতলার বিজ্ঞাপন;
চারদিকে অথৈ জখম, হরেক রকম