সাধ জাগে, একটা বৃষ্টি ঝরা দিনে
হয়ে উঠি তোমার পথের সহযাত্রী।
তোমাকে নিয়ে বৃষ্টি-বিলাসে মেতে উঠি,
চড়ে বসি রিকশায়; ঘুরি-শহরের প্রতিটি রাস্তা, অলিগলি।
শুধু একটিবার, তোমার সম্মতি মিললে
সব বাঁধা, বিপত্তি উপেক্ষা করে ছুটে যাব তোমার কাছে,
জড়িয়ে ধরে বৃষ্টিতে ভিজে ভাসিয়ে দেব আমার সব দুঃখ।
বৃষ্টির ফোঁটায় ধুয়ে দেব হৃদয়ের সব ক্লান্তি,
ঝড়ের সঙ্গে উড়িয়ে দেব সব অভিমান।
চন্দ্রা, সম্মতি দেবে কি আমায়?
ডাকবে কি তোমার কাছে, তোমার পাশে,
তোমার হাতটি ধরে, বৃষ্টি ভেজা দুপুরে হাঁটতে?
তোমার কানে একগুচ্ছ জারুল গুঁজে দিতে
তোমার চোখে চোখ রেখে হারিয়ে যেতে?