ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রতীক্ষিত চোখ

সারমিন চৌধুরী
প্রতীক্ষিত চোখ

সুখগুলো খুঁজছে অনন্ত সিন্ধু

দুঃখেরা বসে তর্জমা করছে হৃদয় অলিন্দে!

প্রতীক্ষিত চোখ বেয়ে নেমেছে অঘোর বর্ষা,

ভাসছে স্বপ্নের ফসিল রাক্ষুসে জলের তোড়ে

আহাজারি করছি নগ্ন আকাশের নিচে বসে

রাজসিক আঁধারে হারিয়ে চেনা পথের হদিস,

ভয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে যাচ্ছে পাঁজরের হাড়

ঝরছে পালক থেকে বিষন্ন অনুতাপের বিন্দু

কাতরাচ্ছে পাখির মতই নিটোল যন্ত্রণায়;

জমাট বেঁধে যাচ্ছে শব-মুখের ধ্বনি ব্যথায়।

তিরের ফলার মত বুকে বিঁধছে মেঘের গর্জন

তবুও খুঁজেছি এক টুকরো জোছনার কিরণ

মনের মধ্যেই উৎকীর্ণ সেই প্রীতের হাওয়ায়।

অবশেষে দুঃখের সাগরে ভাসতে ভাসতে

ঘোলাটে চোখে নতুন ভোরের সম্ভাবনা-

দুঃখের সাথে এবার হবেই বুঝি সুখসন্ধি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত