ফাঁকা ডায়েরি, রেখেছে; কত না বলা কথা।
ফাঁকা খামে, রয়েছে; যত না লিখা চিঠি।
ফাঁকা বুকে, জমেছে; কত না হওয়া প্রেম।
ফাঁকা মন, পরেছে; যত না মিথ্যে ভালোবাসায়।
কত না, অভিমান; হয়ে যা অভিনয়।
যত না, অধিকার; করে তা অভিযোগ।
কত না, অবহেলা; ছিল যা অনুভূতি।
যত না, অনুরাগ; দিল তা অনুতাপ।
ফাঁকা ডায়েরি, করছে আজও; তার অপেক্ষা।
ফাঁকা খাম, বলছে আজও; জেনেছো ভুল ঠিকানা।
ফাঁকা মন, করেছে আজও; অজানা কারো মায়া ভিক্ষা।
ফাঁকা বুক, বলেছে আজও; তুমি কেনো অচেনা।
কত না, অনুশোচনায়; ভরা জীবন আমার।
যত না, অভিশাপে; ভরা জীবন আমার।
কত না, অভিলাষে; ভরা জীবন আমার।
যত না, অনিয়মে; ভরা জীবন আমার।
ফাঁকা সময় বলে; তুমি ঘুমিও না,
তোমায় আমার এই চোখ খুঁজে বেড়ায়।
ফাঁকা শহর বলে; তুমি ভয় পেও না,
তোমার ঔ হাত দুটি কি দেবে আমায়।
কত না, থাকবে পাশে; হলে আমার মরণ।
যত না, রাখবে কেউ; আমায় সারাজীবন।
কত না, হবে কথা; পথ চলার।
যত না, তবে মান; ভুলে ফেলার।