এই তো সেই জারুল গাছ,
কত বেলা পেরিয়ে এখানেই আমাদের দেখা।
দূর থেকে দূরে, সবই যেন আগের মতো,
তবু কোথাও কিছু আজ যেন ভাঙা।
কাজল কালো তোমার সে চোখে
আজও কি অপার মায়া?
বাতাস বইছে ধীরে ধীরে
হয়তো তোমার চুলগুলো এলোমেলো করে দিতে!
মেঘেরা যেন বৃষ্টি হয়ে ঝরে পড়লো
ঠিক আগের মতোই,
তবু কোথাও যেন এক ফাঁক!
দূরত্ব নাকি বিচ্ছেদ?
চেয়ে থাকি সেই কাজল চোখে,
ঋাবি এই বুঝি তুমি কিছু বলে উঠলে।
তোমার নীরবতা বাজে মনে
বজ্রপাতের মতো উদ্দত শব্দে।
আচ্ছা, আর কতটা সময় পেরোলে
তুমি কিছু বলে উঠবে?
নাকি আমাদের এই নিঃশব্দ
শুধু নীরব প্রেমের অমর সাক্ষী?