ক্রমাগত ছুটে চলাই যেন আমাদের বিধি।
আমরা সুসংগঠিত হই’ই বিচ্ছিন্ন হবার
প্রয়াসে, মানুষ হিসেবে আমরা কেউ-ই
নিরবচ্ছিন্ন নই কিন্তু মহাশক্তির অবিচ্ছেদ্য
অংশ হিসেবে আমরা চিরন্তন। শক্তির
রূপ পরিগ্রহে তোমার-আমার অংশগ্রহণ
যেহেতু অনিবার্য তাই সৃষ্টি মাত্রই বহুরূপী,
মহাবিশ্বের এই ক্রমাগত প্রসারণ শেষে একদিন
মহাসংকোচন শুরু হলে বিপরীত বিশ্বের রূপ
পরিগ্রহ করতে করতে আমরা নাহয় আবার
ফিরে আসবো ঘটনা দিগন্তের নাভিমূলে;
আমরা সবাই আসলে ডানাহীন এক পাখি, আরো
অসংখ্য জগতে ভ্রমণ করা এখনো আছে বাঁকি।