হারালে তোমাকে, জানি না কে পাবে!
জড়ালে আমাকে, মানি না যে যাবে!
দূরে চলে, কাছে না এলে।
ছেড়ে গিয়ে, কিছু না বলে।
বাড়ালে হাত ছেড়ো না, ধরে রেখো বেদনায়।
ফেরালে মুখ ফিরো না, পরে থেকো ছলনায়।
আড়ালে তুমি সড়ো না, ধরে রেখো বায়নায়।
ফুরালে সময়, খুড়ো না, পরে থেকো জানাযায়।
হারিয়ে গিয়েছো; কেনো যে, কে জানে!
জড়িয়ে ভুলেছো; কাকে যে, কি ভাবে?
তবুও দূরত্ব আমাদের, কেনো কাছে ডেকে পায়।
তবুও ছিন্ন সংযোগ, কেনো যে কথা রেখে যায়।
কোন সে গানে; কোন জনে,
জানি না, পাবো কবে।
মানি না, যাবো তবে,
কোন সে পানে; কোন ক্ষণে।
জানি না; সেই রাগ হবে কার,
মানি না; তুমি ধোকার কারবার।
জানি না; সেই দাগ আজ কার,
মানি না; তুমি বোকার হাহাকার।
ভুলে গিয়ে, শূন্যতা যে ঘোরে যে ঘরে,
আপন হয়েও যে আমায় পর করে।
ঘুম হীনা নাকি ঘুম জড়ানো ভেজা চোখ বোঝে না; সুখ!
তুমি হীনা নাকি তুমি হারা জীবন সাজে না; আজীবন!