প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩০ আগস্ট, ২০২৫
চাষা আমি ফসল ফলাই চষে মাটির বুক,
সবার মুখের খাবার যোগাই এতেই আমার সুখ।
কাজের নেশায় যাই যে মাঠে ভোরে ছাড়ি ঘর,
ভয় করি না রোদ কি বৃষ্টি কিংবা এলে ঝড়।
রোদে পুড়ে জলে ভিজে মাঠে করি কাজ,
কাজের নেশায় বুঝতে না পাই নামে কখন সাঁঝ।
কাস্তে হাতে ধান কাটিতে যখন আমি যাই,
সবার মুখের আহার দেখে খুবই মজা পাই।
ভিজে ভিজুক মাথার ঘামে সারা দেহ মোর,
দেশ ও দশের চিন্তা করে গায়ে বাড়ে জোর।
তোমরা যারা চাষা বলে আমায় গালি দাও,
বিবেকটাকে জিজ্ঞেস করে একটু জেনে নাও।
ঘরের কোণে ছায়ায় বসে চলে তোমার কাজ,
কোটি টাকার মালিক তুমি লোকে বলে আজ।
খাইতে গিয়ে থালায় নিয়ে কোটি টাকা খাও,
দেখবো তবেই কোটিপতি কেমন মজা পাও।
আমার ফসল বিনে তোমার বাঁচার উপায় নাই,
তবে কেন গালি দিয়ে ছোটো করো ভাই?
কৃষিকার্য বন্ধ করে যদি আমি রই,
বেঁচে থাকার জন্য তোমরা খাদ্য পাবে কই?