প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫
এই যে কথা ও অভ্যাস কুলায় তুলে ঝাড়ছো—
ধানকাটার প্রতিশব্দে-
প্রতিনিয়ত ঘরে নিয়ে যাচ্ছো অনেক চিনিযুক্ত তামাশা,
নিচ্ছো প্রণয়ের পানসুপারি
আর ঘরেফেরা মানুষের মতো কিছু ফিসফাস
চুপচাপ রূপকথা
বর্ষাকালীন নদীর উচ্চাঙ্গ ঢেউ
কিছু গৃহমুখী বায়ুপ্রবাহ
কিছু সকাতর আবেগ
ভোরপ্রত্যাশী রোদ
আর ছোটো মেয়েটির চিরুনির রূপকল্পে সামান্য কয়েকটা বিকেল-
এসবই তোমার কলরবমুখর ইহকাল।
জেনে রাখো, এটাই পৃথিবী
অনেক ধন্যবাদের মতো এই ফুল ফোটে।