প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫
বসন্ত না ফুরোলে, কামনায় নিভে যায় চিতার আগুন।
একটি পাগল লোক এ কথা বলতে বলতে এই পথে রোজ হেঁটে যায়।
সেসময় বাদামি চুলের মতো অফুরান রোদ্দুরে অবাক তাকিয়ে দেখি
অতি তুচ্ছ এক মানুষের এত দীর্ঘ এক ছায়া
দিগন্ত ছাড়িয়ে যেন আকাশের মধ্যমা ছুঁয়েছে।
তার হাঁটাপথে সমান্তরাল আর যারা, তাদের
প্রত্যেকের ছায়া
অদৃশ্য প্রেতের মতো বরাবর ছাতার ভেতরে লুকিয়ে।
বসন্ত জাগ্রত যতদিন, কামনায় নিভে যায়
চিতার আগুন।
এই সারসত্য বিলোতে বিলোতে পাগল লোকটি
কখন কীভাবে কোথায় পৃথিবীতে খুঁজে পায় যাপনের আশ্রয়টুকু...
এই তথ্য আমরা ভেবেচিন্তে রাখি না কখনও।