ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নূরনয়না

সাকিব জামাল
নূরনয়না

নূরনয়না, আমার দিকে তাঁকাও

আমি জ্বলে যাই, পুড়ে যাই

তোমার মহব্বতে।

ভস্ম হই! ক্লান্তিহীন ফিনিক্স পাখি হয়ে

ডাকাডাকি করব আবার

তাহাজ্জুদকালে।

পবিত্র নহর বয়ে দিও তুমি, তখন

মন বিদীর্ণ হোক আমার, পরিশুদ্ধ হোক

কলব। করে নিও

একান্ত মুহিব্বি তোমার।

‘কুন ফাইয়াকুন’ পূর্ণ একীনে;

অপেক্ষার দু’চোখে সুরমা লাগাই আজ!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত