ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমাকে মনে রেখো সোনার মুকুট

আবু আফজাল সালেহ
আমাকে মনে রেখো সোনার মুকুট

আমি কি আভিজাত্যে বন্দি হয়েছি?

হতেও পারে

কোনোদিন তো ভাবিনি এমন

এক শ্রমিক সাহস করে করেছেন এ প্রশ্ন!

তারপরে গভীর অন্ধকারে

বিবেক জাগিয়ে তুলে আনল এ প্রশ্নের প্রতিধ্বনি

একবার দুইবার তিনবার অসংখ্যবার

আসলেই, আমি কী আভিজাত্যে বন্দি হয়েছি?

এমন তো ভাবিনি কোনোদিন!

আসলে, এমন ভাবা কী আগেই উচিত ছিল?

আমাকে মনে রেখো সোনার মুকুট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত