প্রিন্ট সংস্করণ
০০:০০, ২০ সেপ্টেম্বর, ২০২৫
রাত গভীর হলে ক্লান্ত পাখিরা নীড়ের সুষুপ্তিতে শান্তি খোঁজে
দয়িতের আশায় প্রতি নিশীথে জেগে থাকে প্রতিটি
তৃষিত চোখ।
অজানা কারাগারে নির্বাসিত ঘুম দিঘল
কপাট ভেঙে আসতে পারে না গনগনে চোখের পাতায়।
প্রতিটি রাত বিষধর গোখরো হয়ে
নীলাভ ছোবলে ঝাঁঝরা করে প্রেমিক হৃদয়
হাপরের মতো বিবর্ণ পাঁজরে
বীভৎস মূর্তির মতো ভেসে ওঠে পুরোনো সব স্মৃতি
স্বামীহারা যুবতীর অসাঙ্গ বৈধব্যের যন্ত্রণায়
আগুনে প্রান্তরে ছোটে অশান্ত ঘোটকি।
অনেক প্রেমে যাকে বশীভূত করা যায় না
তার নিরুত্তাপ অভিব্যক্তি স্নায়ুবিকারের মতো প্রতিকারহীন
যে হৃদয়ে প্রেমাস্পদের প্রতি আসক্তি জন্ম নেয় না
তাকে ভাগাড়ে ছুঁড়ে ফেলাই যুক্তিযুক্ত।