ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিস্তিনের ফুল

রবিন ইসলাম
ফিলিস্তিনের ফুল

বোমার শব্দে ওরা ঘুম পাড়ায় পুতুল,

চোখের পাতায় লেগে থাকে ধুলো, ধোঁয়া আর আগুন।

বুকের ভেতর জমে থাকা কান্না

ফেটে যায় না—

কারণ কান্নারও আজ দাম নেই।

একমুঠো ভাত নয়,

ওরা চায় এক টুকরো আকাশ,

যেখানে মা হাত বাড়ালে

ঝরে পড়বে না মৃত্যুর গোলা।

ওরা জানে না, ফুল কাকে বলে,

তবু রক্তে রাঙানো হাত বাড়িয়ে

আঁকতে চায় রংধনু।

আমরা দূর থেকে দেখি,

ওরা মাটিতে শুয়ে আছে

ভেবো না মৃত,

ওরা এখনো বেঁচে আছে

আমাদের বিবেকের কফিনে।

ওরা ফুল

আমাদের ফিলিস্তিনের ফুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত