প্রিন্ট সংস্করণ
০০:০০, ০১ নভেম্বর, ২০২৫
বিবর আকাশ তুমি, কোনো সংকল্পে;
গোমতী নদীর তীরে, জেগে জেগে
দীর্ঘকাল ধরে ভাবছো
তুমি কোনো প্রহরে
এসেছিলে নেমে
শ্রাবণ-ধারায়।
তুলনা করে ভিজে উঠা জীবন!
ফুটে উঠেছিলে সবুজ-সোনালী ধানে।
সবুজ পাতারা দোল দিয়ে,
চলে যায় আবারো।
ঘন নীল দিকচক্রে,
যেখানে বসন্ত নামে।
সাদা মেঘের চাদরে;
ঘন ঘন মেঘে ডেকে উঠা শ্বাসে।
চলে যাওয়া কোনো পথ ধরে,
আবার ফিরে এসেছো;
নতুন কোনো সম্ভাবনার ডাক হয়ে।
কখনো কোনো সুপ্রাচীন ছায়া!
রাত ডেকে আসে ভোরের পাখি হয়ে।
মিশে গেছে যার অলীক কল্পনার বাসস্থান!
পুরোনো দিনের স্মৃতি, পুরোনো কোনো কথা-
গোপনে চিরকাল থেকে গেছে নতুন কোনো গল্পে।