ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অভীক্ষা

নয়ন আহমেদ
অভীক্ষা

অনুতাপ-দগ্ধ ক’টা হাহাকার আরক্তিম

হাসছে আজ ভোরে।

এখনই জানবে-জীবন কেমন।

তার জন্য আছে অপেক্ষমাণ করুণা-বিগলিত ক্ষমা।

এসব কি ভালোবাসার পূর্ণরূপ নয়?

ব্যাধিমুক্ত স্বতঃসিদ্ধ নয়?

এখনই দেখবে- সে বয়োজ্যেষ্ঠা একটা পাতার মতো

বিবেচনা মেলে ধরছে সানন্দে।

বরণ করছে বর্ণালি প্রতীতি।

আমি এভাবেই শুরু করতে বলি।

আমি এভাবেই প্রস্তুতি নিতে বলি।

আজ তার দেখব পরিবেশ পরিচিতি।

আজ তার অমোঘ সান্ত¡না পৌঁছে যাবে

সুসম্পন্না ইকোলোজি হয়ে।

আমি, তার জন্য প্রতীক স্বরূপ ডান হাত উপরে তুলেছি।

এবার আমি, জীবনকে কিছুটা বোধগম্য করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত