ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আত্মদর্শন

ইমরান শা’কির ইমরু
আত্মদর্শন

অনেক কিছু জানো তুমি,

পড়েছো সহস্র গ্রন্থ-

কিন্তু নিজেকেই কি কখনো

পড়েছো একান্ত?

তোমার ভেতর যে ‘তুমি’ বাস করে,

তাকে খুঁজেছো কোথায়?

বহির্জগতে খুঁজতে খুঁজতে,

অন্তরের পথ হারায়।

হেঁটেছো মসজিদের পথে,

খুলেছো মন্দিরের দ্বার

আত্মার নিঃশব্দ উঠোনে

যাওয়া হয়নি একবার!

উড়েছো আকাশ পানে,

ছুঁয়েছো মেঘের হাত,

তবু হৃদয়ের গহিনে

জাগেনি কোনো প্রভাত।

জীবনটা শুধু বাইরে নয়,

ভেতরেও আছে এক জগৎ,

সেইখানেই লুকিয়ে থাকে

সত্যের মৌন সঙ্গত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত