ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শৈত্য কোলাজ

মাসুদ চয়ন
শৈত্য কোলাজ

এবারের হাড়-হিম করা শীতে তোমাকে কিছু বলার ছিল-

যদিও কথা বলা আজকাল লজ্জাজনক দ্রুতি-

আমাদের কথাগুলো পৃথিবীর কান অবধি পৌঁছায় না-

অদ্ভুত শক্তিশালী রেজিমেন্ট রুলস- অথৈ সৈন্য-সামন্ত-

শূন্য ও আকাশ গুলিবিদ্ধ হয়ে কথাদের খুব একা করে রেখে গেছে-

এবারের হাড়-হিম করা শীতে তাই তোমাকে কিছু নাও বলতে পারি-

আর যদি শুনতে চাও, এমন বিষম অবরোধ হইও না,

শূন্য ও আকাশের প্রতি-

সে তো মরে গেছে- রংধনুময় অনন্ত স্মৃতি রেখে গেছে-

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত