ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ধ্রুপদ সংগীতের মতো

কায়েস মাহমুদ
ধ্রুপদ সংগীতের মতো

বিচিত্র সমরেখার পথ পেরিয়ে, বক্রের প্রারম্ভিক বিন্দুতে দাঁড়িয়ে দেখি,

দৃ, তুমি চলে যাচ্ছো উপবৃত্তাকার পথে।

এখন মেঘনা পেরিয়ে এসে পড়বে-

শীত, বাতাসে বিষাদের ঘ্রাণ মাখামাখি।

আমি বসে আছি বিলম্বিত কুয়াশার মাঝামাঝি, স্থির, যেন থেমে আছে ফেরি পারাপার।

দৃ, তুমি চলে যাচ্ছো যেমন চলে যাচ্ছে রোদ নিদ্রায়,

ক’মাসের আনন্দহীন শীতকালে।

বুকের পাশে সযত্নে (যেখানে তুমি) অ্যালান পোয়ের রচনাসমগ্র রেখে,

দ্রুত পায়ে হেঁটে চলি; যেন খানিক দূরেই দাঁড়িয়ে স্বাধীনতার লুলাবাই,

ইউ এস এস আর, উডস্টক আর সব কাঙ্ক্ষিত সুখ।

এত কিছুর ডামাডোলে, শহরের পর শহর পেরিয়ে,

দৃ, তুমি চলে যাচ্ছো। দৃশ্যমান, অথচ শ্রাব্যতার তরঙ্গ পেরিয়ে-

দৃ, তুমিও কি ধ্রুপদ সংগীত হয়ে যাচ্ছো?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত