ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কবিতার শ্বাসকষ্ট

শাহানাজ শিউলী
কবিতার শ্বাসকষ্ট

কবিতার নিঃশ্বাসে দূষিত ধোয়া

শ্বাস-প্রশ্বাসে উঠানামা করে দুর্বল হৃৎপিণ্ড

ক্ষণে ক্ষণে নিস্তব্ধ হয় কণ্ঠস্বর

চোখে নেই আগুনের স্ফুলিঙ্গ

কণ্ঠে নেই আকাশ বিদারী হাক।

তার আর্তনাদে প্রকম্পিত হয় না মাটি

করেনা রাজপথে শব্দের মিছিল

কন্ঠে বাজে না অগ্নিবীণার সুর ঝংকার

সর্বহারার বেদনার বাণী

বুকে নেই বৈশাখির ঝড়

প্রভঞ্জনের বেসামাল আলোড়ন।

কায়ক্লেশ কবিতার দেয়াল।

যুদ্ধের বিভীষিকা, রক্তের সাগর

মায়ের আর্তনাদ,শিশুর কান্না,

উপবাসী দীর্ঘশ্বাসে

পোড়া রুটির মতো পুড়তে থাকে।

আধুনিক সমরাস্ত্রে পঙ্গু হয়ে

বন্দি চেতনাহীন কারাগারে।

বৃক্ষহীন বৈরী বাতাসে বেঁচে আছে

শ্বাসকষ্ট নিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত