ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমন ধান রোপণের ভরা মৌসুমে সার সংকটে কৃষক

আমন ধান রোপণের ভরা মৌসুমে সার সংকটে কৃষক

আমন ধানের বীজতলা থেকে চারা তুলে তা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এমন সময়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষকরা সার সংকটে পড়েছেন। চলতি মৌসুমে বৃষ্টিপাত আমন ধান রোপণের অনুকূলে থাকায় কৃষকরা হাল মেরে জমি তৈরি করে রাখলেও সার সংকটে সঠিক সময়ে চারা রোপণ নিয়ে শঙ্কায় রয়েছে। সম্প্রতি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন, বাটনা ইউনিয়নসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। এখন যে বৃষ্টিপাত হচ্ছে তাতে করে জমি তৈরি করার উপযুক্ত সময় বলছেন চাষিরা। তবে অসুবিধা হচ্ছে সারের সহজলভ্যতা নিয়ে।

মানিকছড়ি সদর ইউনিয়নের চক্কিবিল গ্রামের বাসিন্দা অংগ্য মারমা বলেন, আমার ৩ কানি জমিতে সার লাগবে ৮০ কেজি। ডিলার পয়েন্টে গিয়ে সার পেলাম ১৫ কেজি। এটা দিয়ে তো আর পুরো জমিতে সার দেওয়া হবে না, এতে করে খরচও বেড়ে যাবে। আব্দুল মান্নান নামে আরেক কৃষক বলেন, আমি সবজি চাষ করি। পায়ে হেটে গচ্চাবিল বাজারের সার ডিলারে গিয়ে সার নিতে গিয়ে পেলাম না। বিগত কয়েক বছর ধরে সার নিয়ে যে নাটক হচ্ছে তা ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেননি বলেন তিনি।

বাটনা এলাকার কৃষি মংম মারমা বলেন, ৩ বছরের বেশি সময় ধরে বাটনা ইউনিয়নের সরকারি ডিলার নাই। এতে করে খুচরা যেসব ডিলার আছেন তাদের কাছে চাহিদা মতো সার মিলছে না। বিশেষ করে ধানের সময়ে সারের সংকট হচ্ছে। এলাকায় না পেয়ে মানিকছড়ি সদরে গিয়ে সার আনতে গিয়ে বেশি টাকা খরচ পড়ছে। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার জহির রায়হান বলেন, মানিকছড়ি উপজেলার ৪ ইউনিয়নের ৩ ইউনিয়নে সরকারি ডিলার রয়েছে। বাটনা ইউনিয়নে ডিলার নিয়োগ প্রক্রিয়াধীন। এছাড়া সব ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খুচরা ডিলার আছে। সার সংকট হওয়ার কোন কারণ দেখছি না। গত জুলাই মাসে বরঞ্চ আরও উদ্বুত্ত ছিল। তবে কেন কৃষকরা চাহিদা মতো সার পাচ্ছে না তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত