ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হজের সফরে মদিনায় যেসব কাজ করবেন

মুফতি সৈয়দ আহলুল্লাহ মুনীব
হজের সফরে মদিনায় যেসব কাজ করবেন

হজের মৌসুম শুরু হয়েছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে আল্লাহপ্রেমি বান্দারা ছুটে যাচ্ছেন মক্কা ও মদিনায়। বাংলাদেশ থেকেও যাচ্ছেন অনেকে। নবীজি (সা.)-এর শহর মদিনা জিয়ারতের বেশ কিছু শিষ্টাচার আছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো-

* মদিনায় যাওয়ার পথে বেশি বেশি দরুদ পাঠ করুন। মদিনা নগরী দৃষ্টিগোচর হওয়ার পর আরও বেশি আগ্রহ ও উদ্দীপনা নিয়ে দরুদ পড়ন।

* মদিনায় পৌঁছে নির্ধারিত রুমে আসবাবপত্র রেখে যথাসম্ভব গোসল করে মসজিদে নববিতে উপস্থিত হন।

* মসজিদে নববিতে প্রবেশ করার সময় এ দোয়া পড়ুন- বাংলা উচ্চারণ : ‘বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিক।’ বাংলা অর্থ : আল্লাহর নামে প্রবেশ করছি। দরুদ ও সালাম আল্লাহর রাসুলের ওপর। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দ্বার খুলে দাও।

* এরপর ডান পা মসজিদের ভেতর রাখুন। ইতেকাফের নিয়ত করুন।

* মসজিদে নববিতে প্রবেশ করার পর রিয়াজুল জান্নাতে দুরাকাত ‘তাহিইয়াতুল মসজিদ’ নামাজ পড়ুন। জায়গা না পেলে মসজিদের যে কোনো স্থানে আদায় করে নিন। মাকরুহ ওয়াক্তে পড়া যাবে না।

* এরপর নবীজি (সা.)-এর রওজার সামনে উপস্থিত হন। এভাবে সালাম পেশ করুন- বাংলা উচ্চারণ : ‘আস-সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ। আস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস-সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আস-সালামু আলাইকা ইয়া খাতামান নাবিইয়িন। আস-সালামু আলাইকা, ওয়া আলা আলিকা, ওয়া আসহাবিকা আজমায়িন। আস-সালামু আলাইকা আইউ হান্নাবিইয়ু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।’ বাংলা অর্থ : আল্লাহর রাসুল, আপনার প্রতি সালাম। আল্লাহর হাবিব, সালাম আপনার প্রতি। হে গুনাহগারদের সুপারিশকারী! আপনার প্রতি সালাম। আপনার প্রতি সালাম হে সর্বশেষ নবী। সালাম আপনার প্রতি, আপনার পরিবারবর্গের প্রতি এবং আপনার সকল সঙ্গীদের প্রতি। নবীজি, আপনার ওপর বর্ষিত হোক সালাম, আল্লাহর রহমত এবং তাঁর বরকতগুলো।

* ছয়. তারপর আবু বকর সিদ্দিক (রা.)-কে এভাবে সালাম পেশ করুন- বাংলা অর্থ : ‘আস-সালামু আলাইকা ইয়া খালিফাতা রাসুলিল্লাহ আবা বাকরিন আস-সিদ্দিক (রা.)।’ বাংলা অর্থ : আল্লাহর রাসুলের খলিফা আবু বকর সিদ্দিক (রা.), সালাম আপনার প্রতি।

* এরপর আরও একটু সামনে গিয়ে উমর (রা.)-কে এভাবে সালাম পেশ করুন- বাংলা উচ্চারণ : ‘আস-সালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন উমার আল-ফারুক (রা.)।’ বাংলা অর্থ : আমিরুল মুমিনিন উমর ফারুক (রা.), সালাম আপনার প্রতি।

* মদিনায় অবস্থানকালে সম্ভব হলে প্রতিদিন নবীজি (সা.)-এর রওজায় সালাম পেশ করুন।

* মদিনায় অবস্থানকালে বেশি বেশি দরুদ পাঠ করুন। সংক্ষিপ্ত একটি দরুদ শরিফ হলো- বাংলা উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়িল উম্মিইয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।’ বাংলা অর্থ : হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের প্রতি অফুরন্ত দরুদ ও সালাম বর্ষণ করো।

* মসজিদে কুবা জিয়ারত করুন। হাদিসে আছে, তাতে দুই রাকাত নফল নামাজের সওয়াব একটি উমরার সমান।

* এগারো. উহুদ পাহাড় জিয়ারত করুন। কারণ নবীজি (সা.) এ পাহাড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

* উহুদ পাহাড়ের পাদদেশে সত্তরজন প্রাণ উৎসর্গকারী সাহাবি সমাহিত হয়েছেন। তাদের কবর জিয়ারত করুন। সেখানে নবীজি (সা.)-এর চাচা হামজাও (রা.) শুয়ে আছেন।

* জান্নাতুল বাকি জিয়ারত করুন।

* জিয়ারতের সময় রওজার দেয়ালে স্পর্শ করা, চুমু দেওয়া, জড়িয়ে ধরা ঠিক নয়।

* রওজার দিকে প্রয়োজন ছাড়া পুরোপুরি পিঠ করবেন না। নামাজের ভেতরও নয় এবং নামাজের বাইরেও নয়।

* যখনই রওজার বরাবর দিয়ে অতিক্রম করবেন, যথাসম্ভব থেমে সালাম পেশ করুন। যদিও মসজিদের বাইরে দিয়ে হয়।

* রওজা শরিফ দেখাও সওয়াবের কাজ। মসজিদের বাইরে থেকে সবুজ গম্বুজটি দেখলেও সওয়াব হয়।

* মদিনা থেকে ফিরে আসার সময় দুই রাকাত নফল আদায় করার পর রওজা শরিফে সর্বশেষ দরুদ ও সালাম পেশ করুন।

* নিজ শহরের কাছে পৌঁছার পর এ দোয়া পাঠ করুন- বাংলা অর্থ : আয়িবুনা তায়িবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। বাংলা অর্থ : আমরা তওবা করে, ইবাদতরত অবস্থায় এবং আমাদের রবের প্রশংসা করে প্রত্যাবর্তন করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত