ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাঙামাটিতে বৃক্ষমেলা

রাঙামাটিতে বৃক্ষমেলা

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৃক্ষমেলা। গতকাল শনিবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এমএ আকমল হোসেন আজাদ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার, সিভিল সার্জন ডা. নুয়েন খীসাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে মাঠে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত