
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুজনিত মেডিকেল সার্টিফিকেট (এমসিসিওডি) প্রদান প্রশিক্ষণ এবং স্টার্ট-আপ মৃত্যুর তালিকা (এসএমওএল) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের হলরুমে মৃত্যুজনিত মেডিকেল সার্টিফিকেট (এমসিসিওডি) প্রদান প্রশিক্ষণ এবং স্টার্ট-আপ মৃত্যুর তালিকা (এসএমওএল) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (মহা পরিচালক, অটিজম সেল) মো. মহসীন। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক পরিচালক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী ও দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।