ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে পাঁচ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

যশোরে পাঁচ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নার্সিং ক্যারিয়ারে আসা অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষাব্যয় কমাতে শিক্ষাবৃত্তি চালু করেছে যশোর আদণ্ডদ্বীন নার্সিং ইনস্টিটিউট।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করলেন আদণ্ডদ্বীন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। প্রথম বছরে পাঁচ জন ছাত্রীকে এই সুবিধা দেওয়া হচ্ছে। তারা হলেন- শামিমা শাম্মি মিতা, ফাতেমা বিবি রেশমা, সিগমা খাতুন, সানজিদা ইসলাম ও সুরাইয়া সুলতানা ঊষা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম বলেন, এবছর থেকে পাঁচজন ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাবৃত্তি পাওয়া পরিবারগুলোর চাপ কমবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত