ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেলাবতে বিদ্যালয়ে স্থান সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

বেলাবতে বিদ্যালয়ে স্থান সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় বর্তমানে স্থান সংকটে চরম দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের প্রায় অচল এই বিদ্যালয় আজ উপজেলার গর্ব হলেও জায়গার সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এক সময় শিক্ষার্থীদের পাশের হার শূন্য থাকার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের মুখে পড়ে। কিন্তু গত কয়েক বছরে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি নবম বারের মতো উপজেলায় প্রথম এবং পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ২০২১ সালে ৭০টি অ+, ২০২২ সালে ৪৯টি অ+, ২০২৩ সালে ৬৪টি অ+, ২০২৪ সালে ৫৬টি অ+ এবং ২০২৫ সালে ৪১টি অ+ পেয়ে প্রতিটি বছরই শতভাগ পাশের হার নিয়ে বিদ্যালয়টি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

শুধু একাডেমিক নয়, সহ-শিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীরা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখিয়ে চলেছে। বিজ্ঞান মেলা, শিক্ষা সপ্তাহ, বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়ে পুরস্কার অর্জন করছে।

বর্তমানে বিদ্যালয়ে ১৩০০-এর বেশি শিক্ষার্থী এবং ৩৩ জন শিক্ষক রয়েছেন। তবে জায়গার অভাবে শ্রেণিকক্ষ, বিজ্ঞান ল্যাব, অফিস, টয়লেটসহ প্রয়োজনীয় অবকাঠামো পরিচালনায় চরম সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার ফলে বিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ জায়গা রাস্তার অধীনে চলে যায়। ২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গা অধিগ্রহণের প্রস্তাব গ্রহণ করলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্তমানে একটি শ্রেণিকক্ষে দুই থেকে তিনটি ভাগে ভাগ করে পাঠদান করতে হচ্ছে। এতে যেমন শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে, তেমনি শিক্ষকরা ঠিকভাবে পাঠদানে সমস্যায় পড়েন। বিজ্ঞান ল্যাব কিংবা কম্পিউটার ল্যাবের মতো জরুরি সহায়তামূলক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা যাচ্ছে না।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা জানান, এত সাফল্য অর্জন করেও যদি বিদ্যালয়টি টিকে থাকার জন্য লড়াই করে, তাহলে তা খুবই দুঃখজনক। তারা দ্রুত জায়গা বরাদ্দ ও ভবন নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এ রকম একটি প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু এলাকার নয়, বরং জেলার ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বারৈচা বাজার সমবায় (বণিক) সমিতির সভাপতি মশিউজ্জামান মশি বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত জমি বরাদ্দ এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের আহ্বান জানাচ্ছি যাতে স্থায়ী ভবন নির্মাণ করে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারে।

চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বলেন, জেলা প্রশাসক মহোদয় একাধিক বার এসে জায়গা থেকে গেছে। আশা করি খবু দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারবে প্রতিষ্ঠানটি।

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে জায়গা বরাদ্দ ও স্থায়ী ভবন নির্মাণের আহ্বান জানাচ্চি। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হলে এখনই প্রয়োজন স্থায়ী অবকাঠামো ও পর্যাপ্ত জায়গা। তা নাহলে এই গৌরব এক সময় হারিয়ে যাবে। বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, বিদ্যালয়টির জায়গায় সংকট সমাধানের চেষ্টা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত