
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০ ভায়াল এন্টিভেনম হস্তান্তর করেছে রোটেক্স ফাউন্ডেশন। গত শুক্রবার স্থানীয় মানবিক সংগঠন ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’- এর মাধ্যমে এন্টিভেনমগুলো সরবরাহ করা হয়। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন মোহাম্মদ রোকনুজ্জামান।
গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এন্টিভেনমগুলো শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আলম মামুনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি-র এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক সাকিবুল ইসলাম সজীব, প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান কোয়েল, মোহাম্মদ খায়রুল ইসলাম, ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে সাপেকাটা রোগীদের জন্য স্থানীয় পর্যায়ে চিকিৎসা আরও সহজলভ্য ও দ্রুততর হবে। এতে করে অমূল্য অনেক প্রাণ রক্ষা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।