ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ দফার বাস্তবায়ন চায় জামায়াত

পাঁচ দফার বাস্তবায়ন চায় জামায়াত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গাইবান্ধা : জেলা শহরে প্রায় তিন কিলোমিটারব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাত উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সাইফুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমীন, শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, শিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা শূরা সদস্য শহীদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা আমির আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হোসেন, ফুলছড়ি উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আবুল হোসেন নয়া বিএসসি প্রমুখ।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে অবমূল্যায়ন করছে এবং একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন এখন জাতীয় দাবি।

নোয়াখালী : চৌমুহনী ও মাইজদী জেলা জামায়াতের ইসলাম এবং ইসলামি আন্দোলনসহ আট দলীয় অংশগ্রহণে জুলাই সনদের আইনিভিক্তিক ও পিআর পদ্ধতিতে নিবার্চনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে মাইজদী পৌর বাজার ও চৌমুহনী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা শহর মাইজদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির জননেতা ইসহাক খন্দকার। জেলা শহরের টাউন হল মোড় থেকে শুরু হয়ে উক্ত মানববন্ধন দক্ষিণে পৌরবাজার, জামে মসজিদ মোড়ে উত্তরে গণপূর্ত ভবন, সুপার মার্কেট হয়ে সুধারাম মডেল থানা পর্যন্ত বিস্তৃত হয়।

জেলার বিভিন্ন জায়গা থেকে সহস্রাধিক নেতাকর্মী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েব আমির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, জেলা প্রচার সেক্রেটারি ডা. বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জেলা কর্মপরিষদ পরিষদের সদস্য তাজুল ইসলাম, নোয়াখালী শহর জামাতের আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমির হাফেজ মহিউদ্দিন, কবিরহাট উপজেলা আমির ফখরুল ইসলাম মিলন প্রমুখ। নেতারা অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, আওয়ামী ফ্যাসিবাদীর বিচার, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। অন্যদিকে একই দাবিতে পিআর পদ্ধতিতে নিবার্চনসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে, নোয়াখালী জেলা (উত্তর শাখা) ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইীলফামারী : গতকাল সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুমণ্ডনির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছেন।

বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত হবে। মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুমণ্ডনির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা গণমানুষের মুক্তির দাবি। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে গতকাল বুধবার ১৫ অক্টোবর সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক চারটি স্থানে এ মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নের্তৃত্বদেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক। কোট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্বদেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও তুফানমোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জামায়াত নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা জামায়াত ইসলামী। জেলা শহরের প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানববন্ধনে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, সংগঠনের প্রচার সম্পাদক মো. রুকন উদ্দিনসহ জেলা ও উপজেলা নেতারা এবং ছাত্রশিবিরের প্রতিনিধি। বক্তারা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার জরুরি। জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি শুধু দলের নয়, দেশের সচেতন জনগণের আকাঙ্ক্ষা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে চাই। দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনি পরিবেশ তৈরির জন্য তারা এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ। গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করার আহ্বান জানিয়েছেন নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত