
সীতাকুণ্ডে জাল টাকা সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত। সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় কর্মশালা সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক (কারেন্সি) মোরশেদ আলম।
কর্মশালা উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের যুগ্ম পরিচালক (ক্যাশ) মোহাম্মদ আব্দুল কাদের, সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন।
সভাপতিত্ব করেছেন সোনালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম সাউথ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদ। কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, গণ্যমান্য জনসাধারণের অংশগ্রহণ করেন।